সব
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চন্দ্রসোনার থাল হাওরের ৭৫ নম্বর প্রকল্পের ডুবাইল বরুণ কাইচ্ছা বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যেতে শুরু করেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ বাঁধ ভেঙে যায়। এতে বাঁধের অন্তর্ভূক্ত ১৮৫ হেক্টর জমির ফসল তলিয়ে যাচ্ছে। একইদিনে গুরমার হাওরের ১১৫ নম্বর প্রকল্পের অধীনে ¯ সুইসগেট দিয়ে হাওরে পানি প্রবেশ করতে শুরু করেছে।
৭৫ নম্বর প্রকল্পে ০.৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের ওই বাঁধ নির্মাণ ও মেরামত কাজের জন্য ২২ লাখ ৮ হাজার ১৩০ টাকা ও ৫৪ নম্বর প্রকল্পে ০.২৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ মেরামতের জন্য ২২ লাখ ২ হাজার ৮৫৯ টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড। এসব বাঁধের কাজ নিন্ম মানের হওয়ায় সহজেই পানির চাপে ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
৭৫ নম্বর প্রকল্পের সভাপতি মো. নূরুল হুদা দাবি করেছেন, তিনি ভালোভাবে কাজ করেছেন। যে জায়গায় ভাঙার কথা সে জায়গায় ভাঙেনি।
৫৪ নম্বর প্রকল্পের সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘দুদিন ধরেই বাঁধটি টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাঁধ ভেঙে নয়, বাঁধ উপচে কয়রানী হাওরে পানি প্রবেশ করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘কৃষকের ফসল রক্ষায় বাঁধ রক্ষণাবেক্ষণে প্রশাসন সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি