সব
সুনামগঞ্জের ধর্মপাশায় আব্দুর রশিদ মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আব্দুর রশিদ মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারি চৌধুরী বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, জেলা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন প্রমুখ।
এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৯২১ টাকা। বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে টেকনিপ কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি