সব
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। চুক্তিপত্র করতে ৩ হাজার ও বিলের চেক সংগ্রহ করতে গিয়ে অনেক পিআইসিকে ১ হাজার টাকা করতে গুনতে হয়েছে। অথচ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে পিআইসিদের চুক্তিপত্র করতে ১০০ টাকা মূল্যের তিনটি স্ট্যাম্পের প্রয়োজন।
স্ট্যাম্প, প্রিন্ট খরচসহ সব মিলিয়ে একটি চুক্তিপত্র করতে ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হওয়ার কথা। কিন্তু ধর্মপাশা পাউবো কার্যালয়ের সার্ভেয়ার আব্দুর রহিম কৌশলে এসব অর্থ আদায় করেছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন পিআইসি। অপরদিকে এ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন বাঁধে প্রদর্শনের জন্য সাইনবোর্ড বাণিজ্যে মেতেছেন।
যদিও সাইনবোর্ড পিআইসি সদস্যদের নিজ অর্থায়নে যে কোনো জায়গা থেকে প্রস্তুত করে বাঁধে প্রদর্শনের কথা। কিন্তু মো. ইমরান হোসেন সুনামগঞ্জ পিনাক আর্ট নামে একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে ধর্মপাশা উপজেলার ১৬৯টি প্রকল্পের সাইনবোর্ড তৈরির অর্ডার করেছেন বলে নিশ্চিত করেছে পিনাক আর্ট কর্তৃপক্ষ।
পিআইসি সদস্যরা হাজার-১২শ টাকার মধ্যে একটি সাইনবোর্ড তৈরি করতে পারলেও এবার অনেকেই (পিআইসি) দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে মো. ইমরান হোসেনের তৈরি করা সাইনবোর্ড সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। তবে কেউ কেউ নিজ উদ্যোগেও সাইনবোর্ড তৈরি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পিআইসি সদস্য বলেন, ‘ইচ্ছা থাকলেও অনেক কিছু বলা যায়না। সাইনবোর্ড বানাতে হাজার-১২শ টাকার মতো লাগে। কিন্তু সেখানে ২ থেকে আড়াই হাজার টাকা দিয়ে সাইনবোর্ড নিতে হচ্ছে। চেক সংগ্রহ করতে ১ হাজার ও চুক্তিপত্র করতে ৩ হাজার টাকা লেগেছে যা সার্ভেয়ার আব্দুর রহিম নিয়েছেন।’
সার্ভেয়ার আব্দুর রহিম বলেন, ‘এসওর (উপসহকারী প্রকৌশলী) নির্দেশে আমি চুক্তিপত্রের কাজ করেছি। চুক্তিপত্রের জন্য কোনো টাকা আদায় করা হয়নি। অনেকেই আছে, তিনটি স্ট্যাম্পের জন্য একটি টাকাও দেয়নি। আমি শুধু আজকে (বুধবার) একটি চেক দিয়েছি। যেখানে অন্য চেকের বিষয়ে কিছুই জানি না, সেখানে টাকা রাখার বিষয়টি গুজব ছাড়া কিছুই নয়।’
চুক্তিপত্রের জন্য কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই জানিয়ে সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, সার্ভেয়ার আব্দুর রহিমের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। আর তিনি সাইনবোর্ড অর্ডার করেননি। প্রিন্টিং প্রতিষ্ঠানে সব তথ্য তিনি দিয়েছেন, যাতে সাইনবোর্ডে কোনো ভুলভ্রান্তি না হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি