সব
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ডোবার পানিতে ডুবে আব্দুর নুর নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত আব্দুর নুর উপজেলার মধ্যনগর ইউনিয়নের খাসিয়াকান্দা গ্রামের বাসিন্দা মো. আব্দুল মজিদের ছেলে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল আব্দুর নুর । বাড়ির আঙিনায় হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।পরে সকাল ১১টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।এ সময় তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আরশাদ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি