সব
সুনামগঞ্জের ধর্মপাশায় পল্লী বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দূর্নীতি অনিয়মের ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের স্থাপনের দাবিতে এক মানববন্ধ কর্মসূচী পালন করা হয়েছে।
সোমরার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলা বিদ্যুৎ উন্নায়ন সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় পাঁচ শর্তাধিক মানুষের আংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসূসী পালন করা হয়।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ এরই প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগে আদায়ের করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিদ্যুৎ উন্নায়ন সংগঠনের আহবায়ক এ. কে. এম. ওহীদুল ইসলাম কবির, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু, উপজেলা মুক্তীযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান মজুমদার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এম এ রেজা পহেল, কবি আনিসুল হক লিখন, ইউপি সদস্য আবুল কাশেম, আলমগীর কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা প্রত্যন্ত হাওরঞ্চলের মানুষজন নেত্রকোনা পল্লী বিদ্যুতের লাগামহীন,বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারনে আমরা আজ অতিষ্ট হয়ে পড়েছি। তাই অনতিবিলম্বে ধর্মপাশা উপজেলা বাসীকে পল্লী বিদ্যুতের এসব অনিয়ম ও দূর্নীতির হাত থেকে আমাদেরকে মুক্ত করে এবং এ উপজেলাবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সবরাহের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের ধর্মপাশা উপজেলা সদরে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় স্থাপনেরও জোর দাবি জানাচ্ছি।
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বিপ্লব কুমার পাল বলেন, প্রায় এক মাস বিদ্যুৎত লাইনের উন্নয়নকাজ চলমান থাকায় আমরা নিয়মিত বিদ্যুত সর্বরাহ করতে পারিনি। তবে উন্নয়নকাজ এখন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তাই অতিদ্রুতই সকল সমস্যার সমাধান হবে বলে আশা করছি। তিনি আরো বলেন,ধর্মপাশায় পল্লী বিদ্যুতের সাব আঞ্চলিক কার্যালয় স্থাপনের অনুমোদন পেয়েছি। তবে সেই স্থানটি উপজেলা সদরে হলেই ভালো হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি