সব
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে এ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
মুক্তারপুর গ্রাম সংলগ্ন মাঠে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির। আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি