সব
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নবগঠিত ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পাল।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. রফিকুল ইসলাম চৌধুরী, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, ধর্মপাশা শিক্ষা পল্লীর পরিচালক গোলাম জিলানী, বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য এটিএম নজমুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, হাজী রফিকুল ইসলাম, আব্দুল মান্নান চৌধুরী, শাহজাহান কবির, মনসুরুল হক, আব্দুল মজিদ, আব্দুল মতিন মির্জা, যতিন্দ্র চন্দ্র সরকার। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি