সব
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান আশুতোষ হাজংয়ের বিরুদ্ধে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মহিষখলা বাজারে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিশ্বজিৎ হাজং, রেলিমেন্ট হাজং, সুরঞ্জিত হাজং, নিজেন্দ্র হাজং, সোহেল হাজং, শিবানন্দ হাজং ও অনিল চিচিম।
ধর্মপাশা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান আশুতোষ হাজং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, ‘আদিবাসি অধ্যুষিত ১৭টি গ্রামের তিন হাজার মানুষের মধ্যে একটি গ্রামের কিছু সংখ্যক মানুষ আমার অপসারণ চাইছে। যদি সকলেই এবং কেন্দ্রীয় কমিটি সংগঠনের নিয়ম অনুযায়ী আমাকে না চায় তাহলে আমি পদত্যাগ করবো।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি