সব
দক্ষিণ সুনামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ ও ভেজাল পণ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাগলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী। অভিযানে সহযোগিতা করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
এসময় ইমাদ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, বাদশা কনফেকশনারীকে ৫ হাজার টাকা, মা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং বিজয় রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার সুনন্দা রায় (ভূমি), এসআই রিপন চন্দ্র গোপ, নাজির আবু বক্কর, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, আলাল হোসেন, নোহান আরেফিন নেওয়াজ, নাহিদ আহমেদ, পুলিশ কনস্টেবল মোস্তফা, মোশাররফ প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি