সব
দ্বিতীয়বার করোনা টেস্টেও রিপোর্ট পজেটিভ এসেছে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ও তার স্বামী নিসপাল সিংয়ের। বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন কোয়েলসহ গোটা মল্লিক পরিবারের সবাই।
সেই সময় কোয়েল নিজেই ট্যুইটারে জানান, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিংসহ তিনি করোনা পজেটিভ। সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই খবরের পরেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। কোয়েল ও রঞ্জিত মল্লিকের ভক্তরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এরপর প্রায় কয়েক সপ্তাহ কেটে গেলেও কোয়েল মল্লিক এবং তাঁর স্বামীর রিপোর্ট ফের করোনা পজেটিভ এসেছে। দ্বিতীয়বার করোনা পরীক্ষার পর কোয়েলের মা দীপা মল্লিকের রিপোর্টও পজেটিভ এসেছে বলে জানা যায়।
গত ১৭ জুলাই তাঁদের দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে। ফলে বাড়ছে উদ্বেগ। তবে স্বস্তির খবর, কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন সবাই।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি