সব
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে দোয়ারাবাজার থানার নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দোয়ারাবাজার থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল কর্মস্থলে সাংবাদিকদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘সাংবাদিকরা অনেক সময় নিজেদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে পেশাগত দায়বদ্ধতা থেকে কাজ করে থাকে। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে দেশ ও জাতি উপকৃত হবে।
ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, চোরাচালান, সন্ত্রাসী কার্যকলাপসহ যাবতীয় অপরাধ নির্মুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।’
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সোহেল আহমদ মিন্টু, প্রভাষক জামাল মিয়া, সদস্য সচিব এনামুল কবির মুন্না, সদস্য দেলোয়ার হোসেন, সোহেল মিয়া প্রমুখসহ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি