সব
দোয়ারাবাজারে মাটি ভরাট কাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক।
রোববার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুরমা নদী থেকে ড্রেজিং এর মাধ্যমে মাটি ভরাট কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে থাকেনি। ছাতক-দোয়ারার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। নিচু ভূমি হওয়ায় শরীফপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বর্ষাকালে জলাবদ্ধতায় কষ্ট করে যাচ্ছে। মাটি ভরাটের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে।’
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল হামিদ, বরুন চন্দ্র রায়, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন, উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সম্ভাব্য সুরমা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মইনুল ইসলাম, রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদ মিয়া, আওয়ামীলীগ নেতা জহির মিয়া, বকুল মিয়া, ফিরোজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা আইনুদ্দীন প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি