দোয়ারাবাজারে নুরানি একাডেমির উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দোয়ারাবাজার উপজেলায় আনুষ্ঠানিক ভাবে নুরানি একাডেমির উদ্বোধন করা হয়েছে। আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষার প্রচলন করার লক্ষ্যে এলাকার কিছু উদ্যমী যুবকদের প্রচেষ্টায় নুরানি একাডেমির উদ্বোধন করা হয়।

শনিবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে নুরানি একাডেমি প্রাঙ্গণে টেংরাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্ত্বে এবং আলীপুর নুরানি একাডেমির পরিচালক মন্ডলীর সদস্য প্রভাষক মোঃ জামাল উদ্দিন ও একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আব্বাস বিন হুসন নূরের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা শায়খ আনোয়ার হুসেন, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট নুরানি শিক্ষা বোর্ড প্রশিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, আল হাসেম কিন্ডারগার্টেন’র পরিচালক মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।

উদ্ববোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মন্ডলীর সদস্য ব্যাংকার নজরুল ইসলাম।

বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৈশব থেকেই বাংলা, ইংরেজি ও বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষায় শিক্ষিত করে তুলতে নুরানি একাডেমির বিকল্প নেই। আদর্শ চরিত্র গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে নুরানি একাডেমি ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবতাবোধ ছড়িয়ে দিতে হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি