দোয়ারাবাজারে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামের পোস্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। পোস্টারে মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী নিজেকে প্রভাষক দাবি করায় দ্রুত পোস্টার অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ এ নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম তাঁর নামের পূর্বে লিফলেট ও পোস্টারে প্রভাষক হিসেবে উল্লেখ করেন। এনিয়ে এলাকার সাধারণ ভোটাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে উপজেলা প্রশাসন দ্রুত পোস্টার অপসারণের নির্দেশ দেন।

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ‘ভুলে সাবেক শব্দটা লেখা হয়নি। আমি সংশোধন করে ফেলবো’।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ বলেন, পোস্টার ও লিফলেটে মিথ্যা তথ্য উপস্থাপন করায় সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে পোস্টার অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। প্রার্থী নিজে থেকে পোস্টার অপসারণ না করলে প্রশাসনিকভাবে তা অপসারণ করা হবে। একই সাথে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি