দোয়ারাবাজারে গাইড ওয়ালের নির্মাণ কাজের উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দোয়ারাবাজার গাইড ওয়ালের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল এগারোটায় উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে মুহিবুর মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড় ও রাস্তার প্রতিরক্ষামূলক গাইড ওয়ালের সিসি ঢালাইয়ের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দাতা সদস্য নূরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, আলীপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি