দোয়ারাবাজারে কিশোরী গণধর্ষণ, গ্রেফতার ১

দোয়ারাবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১০:১২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

দোয়ারার বাংলাবাজার ইউনিয়নে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার মামলায় পুলিশ মনির হোসেনকে গ্রেফতার করেছে।

বুধবার রাতে স্থানীয় একটি হাওর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মনির হোসেন (৪২) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।এ ঘটনায় আরো ২ যুবক পলাতক রয়েছে।

থানায় দায়ের করা মামলা ও পুলিশ সূত্র থেকে জানা যায়, মামলার প্রধান আসামি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৃদারপাড়া গ্রামের মাসুক মিয়ার ছেলে হাবিব মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) রাত ১৫ বছর বয়সী কিশোরীকে হাওরে নিয়ে যায়। এ সময় তার ভগ্নিপতি মনির হোসেন ও মামাতো ভাই রফিক আলী মিলে জোরপূর্বক কিশোরীকে গণধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত কিশোরীর পিতা বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর ) দোয়ারাবাজার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান একজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি