সব
দোয়ারাবাজারে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় জামাল উদ্দিন (৪৫) নামের এক সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী গুরুতর আহত হয়ে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের মৃত সফর আলীর পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকালে জামাল উদ্দিন এক জানাযা শেষে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে দোয়ারা-বোগলা সড়কে আগে থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের সাথে থাকা রড দিয়ে উপর্যুপরী মারপিট করতে থাকলে মুহূর্তেই রক্তাক্ত জখমী হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হামলায় মাথা ফেটে যায় এবং হাত ভেঙ্গে যায়। আশপাশের স্থানীয়রা ছুটে আসার আগেই বর্তমান ইউপি সদস্য ওলিউর রহমানের নেতৃত্বে থাকা হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহতবস্থায় জামাল উদ্দিনকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। জামাল উদ্দিনের চাচা বুলবুল মিয়া জানান, জামাল উদ্দিন ইউপি সদস্য প্রার্থী হওয়ার আক্রোশে রাজনৈতিক প্রতিপক্ষ বর্তমান ইউপি সদস্য ওলিউর রহমানের নেতৃত্বে তারই সহযোগী বশির, জলিল, মাহমুদ আলীসহ ৬-৭জন মিলে সড়কে অতর্কিত হামলা চালিয়ে রড দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখমী করে। ওইদিন রোগী নিয়ে উপজেলা সদরে যাওয়ার পথে স্থানীয় মহব্বতপুর বাজারে আমার উপরও হামলাকারীরা চড়াও হয়, মারধর করে। বর্তমানে তারা আমাদের পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানী নুরুল হক ও সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম বাবুল বলেন, আমরা এক সাথেই জানাযা শেষে আসার পথে ইউপি সদস্য ওলিউর রহমানসহ আরো কয়েকজন আমরা কিছু বুঝে ওঠার আগেই জামাল উদ্দিনের ওপর হামলে পড়ে এবং মারপিট করে দ্রুত পালিয়ে যায়। এঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি