সব
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭১০ জন। যেখানে রোববার এই সংকমণ শনাক্তের সংখ্যা ছিলো ১ হাজার ৪৪৪ জন ও শনিবার ১ হাজার ৪৩ জন।
সোমবার পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সরকারি হিসাবে ৮ লাখ ৫৪০ জন।
সোমবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করেনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ। আর মৃত্যু হার এক দশমিক ৫৮ শতাংশ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি