দেশের গনতন্ত্র পূর্ণরুদ্ধারে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: শহীদ উল্লাহ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদল কতৃক তৃনমুল পর্যায়ে যুবদল কে শক্তিশালী করার লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সাথে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ১৫ ই সেপ্টেম্বর দুপুর ২ টায় গোলাপগঞ্জস্থ একটি মাটে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবদল এর আহবায়ক জনাব সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদল এর সদস্য সচিব জনাব মকসুদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সিলেট বিভাগীয় টিম প্রধান জনাব শহীদ উল্লাহ তালুকদার,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান দিপু, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বিশেষ অতিথি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমদ।

প্রধান অতিথির শহীদুল্লাহ বলেন দেশ আজ কঠিন এক সংকট মুহুর্ত পার করছে, দেশের জনগণ এই সংকট থেকে মুক্তি চায় তাই দেশের গনতন্ত্র কে পূর্ণরুদ্ধার করতে যুব সমাজ কে এগিয়ে আসতে হবে, দেশনায়ক তারেক রহমান কে বীরের বেশে জন্ম ভুমিতে ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী যুবদল কে প্রস্তুত থাকতে হবে, গোলাপগঞ্জ যুবদল কে যোগ্য ও চৌকস নেতৃত্ব দিয়ে গঠন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, দেশের গনতন্ত্র কে ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমান দলের এই সংকট ময় মুহূর্তে দেশব্যাপী যুবদল কে তৃনমূল থেকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন, ১৯ বৎসর পর সিলেট যুবদল এর কমিটি হয়ছে তাই আমরা তৃনমুল থেকে যাচাই বাছাই করে আগামীর নেতৃত্ব তৈরী হবে।

বিশেষ অতিথির বক্তব্য জাহিদুর রহমান দিপু বলেন গনতন্ত্র কে হত্যাকারী শেখ হাসিনা কে বাংলার মসনদ থেকে বিতাড়িত করতে হলে জাতীয়তাবাদী যুবদল কে বারুদ হয়ে কাজ করতে হবে, সিলেট যুবদলের প্রতিটি ইউনিটে অত্যান্ত ত্যাগী যুগ্যরা রয়ছে, আগামীর নেতৃত্ব হবে সে সকল ত্যাগীদের দিয়ে।

বিশেষ অতিথির বক্তব্যে দুলাল বলেন, গোলাপগঞ্জের আগামীর নেতৃত্ব হবে সময়ের সাহসী যুবকদের নিয়েই, তৃণমূল থেকে যুবদল কে গঠন করা হচ্ছে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য। বিশেষ অতিথির বক্তব্যে সোহেল আহমদ বলেন যুবদল আজ সারাদেশ ব্যাপী গর্জে উঠেছে, গনতন্ত্র ও আগামীর আন্দোলন সংগ্রামের জন্য যুবদলকে প্রস্তুত থাকতে হবে।

সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান পাপলু বলেন গোলাপগঞ্জ জাতীয়তাবাদী দলের উর্বর মাটি আন্দোলন সংগ্রামে বাজীমাত করী সাহসী সৈনিকদের এলাকা। সিলেট যুবদল সাহসী নেতৃত্ব খুজে বের করে নেওায়র জন্য দিবা নিশী তৃনমুল পর্যায়ে কাজ করে যাচ্ছে, কমিটি গঠনে ত্যাগী ও হামলা মামলায় নির্যাতিতদের অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হবে। আগামীর সপ্ন দ্রষ্টা জননেতা তারেক রহমান যুবদল কে নিয়েই গনতন্ত্র পূর্ণ রুদ্ধার করতে চান তাই যুবদল কে দিবা -নিশী অতন্দ্র পহরী হয়ে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদল এর আহবায়ক কমিটির সদস্য এড. মোমিনুল ইসলাম মোমিন, জেলা সদস্য আক্তার আহমদ, জেলা সদস্য গোলাপগঞ্জের দল নেতা আশরাফ উদ্দিন ফরহাদ, এড: সাঈদ আহমদ, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জু, কবির উদ্দিন, মিজানুর রহমান নেছার, গোলাপগঞ্জের দায়ীত্ব প্রাপ্ত লিটন আহমদ, জেলা সদস্য অলি চৌধুরী, জেলা সদস্য কয়েছ আহমদ, অলি উর রহমান, ফখরুল ইসলাম রুমেল, গোলাপগঞ্জের দায়ীত্ব প্রাপ্ত মাহফুজ চৌধুরী, জেলা সদস্য জি এম বাপ্পি ,গোলাপগঞ্জের দায়ীত্ব প্রাপ্ত আলী আহমদ আলম, জেলা সদস্য মকসুদল করিম নুহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমীন।

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগন্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলেকুজ্জামান আলেক, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,সাবেক উপজেলা যুবদলের সভাপতি হেলাললুজ্জামান হেলাল, সাবেক সাধারন সম্পাদক আমিন উদ্দিন আমিন, পৌর সাবেক সভাপতি এনামুল হক, সাবেক পৌর আহবায়ক দুলাল আহমদ, পৌর সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ কাদির, সাবেক ছাত্রনেতা এস, এ রিপন,এড,মামুন আহমদ রিপন,নিজামুল কাদির লিপন, বাছিতুর রহমান, সালাউদ্দিন,রাহাত আহমদ চাকলা, জাহেদ আহমদ, শাহাজান আহমদ, শাহানুর রহমান, আব্দুল মন্নান জাহাগীর আলম,মাসুদ আহমদ,আব্দুল আজিজ মুন্না, কামাল আহমদ,বাদল আহমদ,শাহা আলম,সাহাবুদ্দীন সাহেদ, রাজু আহমদ, খোকন আহমদ, শেখ মকবিল আলী মেম্বার,আব্দুল্লাহ আল মামুন,ফখরুল ইসলাম মুজিবুর রহমান দুলাল,বেলাল আহমদ,শাহীন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি