সব
গোড়ায় আমার প্রচুর গলদ,
ঘরের কোণায় পড়ে রই,
সিলিং ফ্যান আর ভাপসা গরম
দুটোই জানে – তোমার নই ।
শান্ত রাতে ক্লান্ত শরীর,
চোখে ঘুমের আর্তনাদ,
কফির ধোঁয়ায় উড়িয়ে দিলেই
মিটবে না এই বিবাদ ।
বেকার হৃদয় ব্যর্থ ভীষণ,
সব হারিয়ে ছদ্মবেশ,
মানুষ-মোড়ে দাঁড়িয়ে আজ
প্রাণটুকুনই অবশেষ ।
চুমুর দামে বিকেল ফুরুৎ,
লাশের খাতায় প্রচুর ঋন,
প্রাণ গেলে আজ প্রাণ যাবে,
আমার প্রেমটা ফেরত দিন ।
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি