দূর্গোৎসব উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ৯:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসন মতবিনিময় সভা ১৩ অক্টোবর(মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পিআইও আতাউর রহমান, ওসি (তদন্ত) সুশংকর পাল, খলাছড়া ইউপির চেয়ারম্যান কবির আহমদ, কসকনকপুর ইউপির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, সিলেট জেলা পুজা পরিষদের সদস্য জ্যোতিষ চন্দ্র পাল, হিন্দু বৌ.খ্রি.ঐ. পরিষদের সভাপতি বিভাকর দেশমুখ্য, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ ও সম্পাদক সুজন কুমার দে।

এ সময় বিজিবি, বিডিপির প্রতিনিধি, পুজা মন্ডপের ১০ টি ইউনিটের সভাপতি /সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার জানান, উপজেলার ৮৪ টি মন্ডপের জন্য সরকার ৫শ কেজি করে চাল বরাদ্ধ করেছে। সুন্দর ও উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে পুজা সম্পন্ন করা হবে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার প্রতিবারের মত এবারো শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বরাদ্ধ দিয়েছে। শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব উদযাপন করতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে উপজেলা পরিষদের নজরদারী থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি