দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুনামগঞ্জে এক যুবক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আহত শাহ তোফায়েল আহমদ সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।
মঙ্গলবার রাত ৮টায় পৌর শহরের তেঘরিয়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে ট্রাফিক পয়েন্ট এলাকায় যাচ্ছিলেন। রাস্তায় ওই অটোরিকশায় উঠেন কয়েকজন যুবক। তেঘরিয়া রাস্তার মুখে পৌঁছার সাথে সাথে তারা ছুরিকাঘাত করতে থাকে তোফায়েলকে। পরে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন তোফায়েলকে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি