সিলেটের তিন থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ২:২১ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেট জেলা পুলিশের ওসমানী নগর থানা, সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা ও মোগলাবাজার থানার ওসি কে বদলি করা হয়েছে

সিলেটের তিনটি থানার ওসিকে বদলি করা হয়েছে। সোমবার তাঁদের বদলি আদেশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

বদলি হওয়া ওসিদের একজন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায়, অপরজন জেলা পুলিশের ওসমানীনগর থানায় ,মোগলাবাজার থানায় দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান বলেন, ‘ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। তাঁর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স তাঁকে বদলি করেছে।’

তিনি জানান, ওসমানীনগর থানায় নতুন করে কাউকে ওসির দায়িত্ব এখনও দেওয়া হয়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, ‘দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলকে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে। এটা নিয়মিত বদলি কার্যক্রম।

তিনি জানান, মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেনকে দক্ষিণ সুরমা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আর মোগলাবাজার থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলামকে ওই থানার ওসির দায়িত্ব প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি