দিরাইয়ে বাসে ধর্ষণচেষ্টা : ৩ দিনের রিমান্ডে চালক

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ১১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি বাসচালক মো. শহীদ মিয়াকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের আদালত পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার কড়া পুলিশি নিরাপত্তায় বাসচালক শহীদকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসা হয়।

গত শনিবার সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন থেকে বাসচালক শহীদকে গ্রেপ্তার করে সিআইডি’র একটি দল। গতকাল রোববার ঢাকায় সিআইডি’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি