দিরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, দিরাই ;
  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ৮:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে তুতন মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রন্নারচর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার কালিয়াকুটা হাওরে এ বজ্রপাত ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে কালিয়াকুটা হাওরে কৃষক তুতন মিয়া মাছে ধরতে যান। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় হাওরে থাকা অন্যান্য লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী জানান, ভোরবেলা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি