সব
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌর এলাকার ঘাগটিয়া গ্রামে বন্যার পানিতে ডুবে সানিয়া বেগম (১২) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। সে ঘাগটিয়া গ্রামের সামছু মিয়ার মেয়ে ও পৌর এলাকার শুকুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। চারিদিকে ও আশপাশে কারো ঘরে না পেয়ে বাড়ির পেছনে গিয়ে দেখতে পান সানিয়া পানিতে ভাসছে। পরে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি