সব
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো ওই গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৭) ও সিমরান আক্তার (৫)।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরাছ মিয়ার তিন শিশুকন্যা প্রতিদিনের মতো গ্রামের মক্তবে পড়তে গিয়ছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে পা ধুতে গিয়ে এক বোন পুকুরে ডুবে গেলে তাকে বাঁচাতে আরেক বোন এগিয়ে যায় এবং সেও পুকুরের পানিতে ডুবে যায়। অন্য শিশুকন্যাটি দৌড়ে পরিবারের লোকজনের কাছে গিয়ে দুর্ঘটনার খবর জানায়। খবর পেয়ে প্রতিবেশীসহ পরিবারের লোকজন শিশু দু’টিকে উদ্ধার করেন।
পরে তাদের চিকিৎসার জন্য স্থানীয় মার্কুলীবাজারে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গ্রামের বাড়িতে তাদের দাফন করা হবে বলে জানা গেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি