সব
দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী বিশ্বজিত রায়ের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত শহরের বিভিন্ন মোড়, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে নৌকার পক্ষে ভোট চান। এ ছাড়া আত্বীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়েও ভোট চান ডন। অনেকের অভিমান থাকলেও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার অঙ্গিকার করেন।
রাতে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা জনসভায় রুপ নেয়। এসময় আজিজুস সামাদ আজাদ ডন বলেন, ঐক্যের বিকল্প নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের বিস্ময়। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করতে পেরেছি, খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ, বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারণে।
তিনি বলেন, আমি অনেক আশা করে দাবি নিয়ে এসেছি। আমার বাবাকে দিরাইবাসী বারবার নৌকায় ভোট দিয়েছেন, এবারও উন্নয়নের স্বার্থে ভোট ভিক্ষা দিবেন। আমি জানি সমবেত সকলেই নৌকায় ভোট দিবেন। কড়জোড়ে মিনতি করছি, আপনারা বাড়ি বাড়ি যান মানুষের কাছে ভোট প্রার্থনা করেন- বিজয় অামাদের নিশ্চিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা অাওয়ামী লীগের সদস্য আলতাব উদ্দিন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজোদ্দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হুমায়ুন রশীদ লাভলু, যুবলীগের আহবায়ক রঞ্জন কুমার রায়, নৌকার প্রার্থী বিশ্বজিত রায় প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি