দাওরাইয়ে আলোকিত সাহিত্য পরিবারের প্রকাশনা দর্পণ’র মোড়ক উন্মোচন

ওসমানীনগর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০, ৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আলোকিত সাহিত্য পরিবারের সভাপতি আবু কওছর এর সভাপতিত্বে ও সদস্য প্রতাব খানের পরিচালনায় প্রধান তিথি ছিলেন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিনুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর রশিদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজি সুহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইছরাইল,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তওরিছ মিয়া, উত্তর দাওরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া, ইউপি সদস্য ছানু মিয়া, কবি রেজাউল করিম ইয়াওর, কবি ও গবেষক আবু সাইদ মো ওয়োজদ, দাওরাই বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ মো: সাদিক, সাধারণ সম্পাদক আলমঙ্গীর খাঁন, জগন্নাথপুর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কবির আহমদ হিরা, সমজসেবক মহিবুল ইসলাম খান দলা মিয়া।

বক্তব্য রাখেন, সমাজসেবক ফখরুল ইসলাম খান, প্রভাষক সৈয়দ আয়েস মিয়া, গল্পকার মো: রুনু মিয়া,আলোকিত সাহিত্য পরিবারের সাধারণ সম্পাদক কবি সাদিকুর রহমান রুমেন,মানবাধিকার কর্মি আরজু মিয়া, সমাজসেবক শাহ জায়েদ মিয়া, ইত্তেফাক খান, আশারকান্দি ইউপি ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমির খান সাব্বির, সমাজ সেবক ইকবাল খান, আশারকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব রুহুল আমিন, সমাজসেবী সৈয়দ আজমল হুসেন।

আসাপ এর উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী আমির হোসেন সৌজন্যে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সুষ্ট সমাজ বিনির্মাণে সাহিত্য চর্চার বিকল্প নেই। ইন্টারনেট,সামাজিক যোগাযোগ মাধ্যম যতো গুরুত্বই বহন করুক না কেন,তার অপ্রয়োজনীয় ব্যবহারই বেশি। জনশীলতার ক্ষেত্রে যান্ত্রিকতার গুরুত্বের শেষ নেই। শেষ পর্যন্ত আমাদের বই ও সাহিত্য সাময়িকি লেখনীর কাছেই ফিরে আসতে হবে।

আর সেই প্রয়োজনীয়তায় অনুপ্রানিত হয়েই বৃহত্তর দাওরাই এলাকার দেশে-বিদেশে থাকা নবিন-প্রবীন কমি সাহিত্যিকদের উদ্যোগে সাহিত্য পত্রিকা আলোকিত দাওরাই ও ছোট কাগজ দর্পন প্রকাশ হয়েছে। আমাদের সন্তানেরা কতো কিছুতে ভালো করছে।কিন্তু সাহিত্য ও সংস্কৃতি ছেড়ে তারা দ‚রে সরে যাচ্ছে। আজকের এই সাহিত্য সাময়ীকিগুলোর মাধ্যমে এলাকার সংস্কৃতির অগ্র যাত্রায় আরোও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদি ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি