দক্ষিন সুরমায় দোকান ভেঙে মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২০ জুলাই ২০২০, ৭:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের দক্ষিন সুরমা উপজেলার শ্রীরামপুর বাইপাস সংলগ্ন চৌমুহনী এলাকার রসমেলা ফুড প্রোডাকসের দোকানে চুরি হয়েছে।

চোরেরা দোকানের পিছনের বেড়া ভেঙে নগদ ৬৫ হাজার টাকাসহ খাদ্য সামগ্রী নিয়ে গেছে।

রসমেলা ফুড প্রোডাক্টস এর দোকান মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘দোকানের ভেতর নগদ ৬৫ হাজার টাকা রেখে বাড়িতে যাই। সোমবার (২০ জুলাই) সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের পিছনের বেড়া ভেঙে ভেঙে নগদ ৬৫ হাজার টাকা সহ মালামাল নিয়ে গেছে চোরের দল। ’

সকালে খবর পেয়ে মগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহবুল ইসলাম বলেন, আমরা সিসি ফুটেজ দেখেছি এবং চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি