দক্ষিণ সুরমা থেকে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ৬:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের  দক্ষিণ সুরমা উপজেলার  বালুর মাঠ থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবারও (১৫ আগস্ট) দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ দক্ষিণ সুরমার কদমতলিস্থ বালুর মাঠে  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায়  ৬ জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাইস্তাগ্রামের কায়েস আহমদ (৩২), জকিগঞ্জের বাল্লা গ্রামের রাসেল মিয়া (২৮), একই উপজেলার আটগ্রামের কাশেম আহমদ (২৬), দক্ষিণ সুরমার তেতলি টিলাবাড়ির আরিফুল ইসলাম (২৪), বালাগঞ্জের গহরপুর গ্রামের স্বপন মিয়া (২২) এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের মাহবুবুর রহমান (১৯)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আটককৃতরা বর্তমানে থানাহাজতে রয়েছে এবং রোববার (১৬ আগস্ট) তাদের আদালতে প্রেরণ করা হবে ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি