দক্ষিণ সুরমা থানা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১০ জুন ২০২১, ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন করেছেন এসএমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২ টায় তিনি দক্ষিণ সুরমা থানায় পৌঁছালে উপস্থিত সবাই পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো. এহসান উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত সবাই পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

পুলিশ কমিশনার থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ কমিশনার দক্ষিণ সুরমা থানায় নব নির্মিত মোটর গ্যারেজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি