সব
সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াইঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।
অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন মজুমদার ফার্মেসীকে ১০ হাজার টাকা, পূজা ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা, জুয়েল ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা, জিত্রন ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা, নাহা ফার্মেসীকে ৫ হাজার টাকা, মাদানী ফার্মেসীকে ৩৫ হাজার টাকা, পাল ফার্মেসীকে ১০ হাজার টাকা, সন্ধ্যা ফার্মেসীকে ১০ হাজার টাকা, রুবেল ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা এবং স্মৃতি মেডিসিনকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত জরিমানা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি