সব
সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় রাস্তাপার হওয়ার সময় শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস (ঢাকা মেট্রো জ-০৪-০১৯৩) জব্দ করে।
নিহতরা হচ্ছেন, দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) ও তার দাদি বিবিজান (৬৫)। নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি