দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ৯:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত মৃতের বয়স অনুমান ২৬/২৭ বছর। তার পরনে পুরাতন জিন্সের প্যান্ট, গায়ে হালকা সবুজ রংয়ের টি-শার্ট ও গলায় গামছা পরিহিত ছিল।

বুধবার (৮ জুলাই) ভোর ৪ টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমার রেল স্টেশন হতে হুমায়ূন চত্বর যাওয়ার পথে লিংক রোড, রেল লাইনের পাশে পাকা রাস্তার উপর যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজ উদ্দিন ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মরদেহটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫১৮) অথবা ডিউটি অফিসার, দক্ষিণ সুরমা থানা (০১৭৯১-১১১৩৪৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। এছাড়া যে কোন প্রয়োজনে এসএমপি কন্ট্রোল রুম ২৪/৭ খোলা ০১৭১৩-৩৭৪৩৭৫/ ০১৯৯৫-১০০১০০/ ০৮২১-৭১৬৯৬৮।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি