দক্ষিণ সুনামগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

 দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নে আসামমুড়া গ্রামে ঘরে একা পেয়ে এক দিনমজুরের ১০ বছরের মেয়ে সন্তানকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় একই গ্রামের মৃত ঠাকুর ধনের ছেলে আব্দুল হাসিমকে(৫০) আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুর বাবার বাড়ি পার্শ্ববর্তী জানপুর গ্রামে। মা-বাবা ঢাকা শহরে কাজে থাকায় নানার বাড়ি আসামমুড়া গ্রামে নানির কাছে থাকতো এই মেয়ে শিশু। মঙ্গলবার রাতে মেয়েটিকে ঘরে রেখে পাশে বাড়ির এক অসুস্থ্য আত্মীয়কে দেখতে যান শিশুটির নানি। এই সুযোগে ঘরে ডুকে একই গ্রামের বখাটে আব্দুল হাসিম শিশুটিকে মুখ চাপা দিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের মানুষ আসায় ধর্ষক আব্দুল হাসিম পালিয়ে যায়। ধর্ষণের ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদিরের নির্দেশনায় এস আই জহিরুলের নেতৃত্বে মঙ্গলবার রাতেই দর্শক আব্দুল হাসিমকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষিত শিশুটি এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে এস আই জহিরুল বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই ধর্ষক আব্দুল হাসিমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতেে পাঠানোর পর জেলহাতে পাঠিয়েছে আদালত। দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি