দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ ;
  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ৯:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাভলু শিকদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর ব্রিজে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আরিয়ারা গ্রামের বদিয়ার শিকদারের ছেলে তিনি। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৩-৮৪৪৭) উপজেলার ডাবর ব্রিজের সাথে ধক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মধ্যখানে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ব্যাক্তি নিহত হন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার কর হয়। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: আমির উদ্দিন এ দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে নিহত ব্যক্তিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি