সব
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে উপজেলার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ ও হাসপাতাল সমূহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামীম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুক আহমদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, উপজেলা মেডিকেল অফিসার সানী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম চন্দ্র তালুকদার, উপজেলা শিশু কর্মকর্তা হাসান কবির, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক আলী মর্তুজা, দরগাপাশা ইউপি সচিব হুসনে আরা, পশ্চিম পাগলা ইউপি সচিব আলাই হোসেন, পশ্চিম বীরগাও ইউপি সচিব মামুন আহমদ প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি