দক্ষিণ সুনামগঞ্জে সমবায় দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ – শ্লোগানকে ধারণ করে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দক্ষিণ সুনামগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এফআইভিডিভি হলরুমে এসে শেষ হয়।

র‍্যালী পরবর্তীতে এফআইভিডিভি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ’র সভাপতিত্বে প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সঞ্চালনায় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, তথ্য কর্মকর্তা শাপলা আক্তার, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, মৎসজীবি সমবায়ী নুর আলম, ইউপি সদস্য আশরাফ আলী, ইউপি সদস্য ছায়েব উদ্দিন, সমবায়ী জহিরুল ইসলাম অমিত, আবুল খয়ের , জুবেল আহমদ ,রুবেল চৌধুরী, দিলন মিয়া, তফজ্জুল হোসেন সহ গ্রাম উন্নয়ন সার্বিক সমিতির সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে মেধাবি শিক্ষার্থীকে চেক প্রদান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি