সব
দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার পানিবন্দি ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার(২৪ জুলাই) দুপুরে বাংলাদেশ পুলিশের অর্থায়নে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেনর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি ও হতদরিদ্রদের মাঝে প্যাকেট জাত ত্রানের মধ্যে শাড়ী-লুঙ্গি, চাল, ডাল, তেল, ঔষধ, লবন ইত্যাদি ত্রান বিতরণ করা হয়েছে।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) ইকবাল বাহার, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, থানার সেকেন্ড অফিসার মো. আলাউদ্দিন, এসআই জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন, রিপন চন্দ্র ঘোপ সহ পুলিশের সদস্যবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি