দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। গাগলী গ্রামের সৈয়দুর রহমানের ৫ বছরের মেয়ে শিশু ও তাঁর আপন ছোট ভাইয়ের ৪ বছরের ছেলে শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে।

জানা যায়, রবিাবার দুপুরের দিকে বাড়ির পাশের খালে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়। একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য চুনু দেব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া। নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি