দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৬

প্রতিনিধি, সুনামগঞ্জ ;
  • প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দিরাই থেকে আসা সুনামগঞ্জগামী ট্রাকের সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৫ যাত্রী ও ড্রাইভার আহত হন। তবে সিএনজির ড্রাইভার সহ অন্তত তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি