সব
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দিরাই থেকে আসা সুনামগঞ্জগামী ট্রাকের সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৫ যাত্রী ও ড্রাইভার আহত হন। তবে সিএনজির ড্রাইভার সহ অন্তত তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি