সব
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. শহিদুজ্জমান তছলিম (৩৫) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে পিক্ট্রোরিয়া শহরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দুই বন্দুকধারীকে আটক করেছে দেশটির পুলিশ।
সেলিম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়ান ইউনিয়নের আশা গ্রামের মৃত স্কুল শিক্ষক আব্দুল লতিফের ছেলে।
নিহত তছলিমের ভাই আসাদুজ্জামান মিলন ও স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন জানান, সেলিমের সাথে বাংলাদেশি কিছু ব্যবসায়ীর দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে পরিবারের সাথেও একাধিকবার কথা হয়। মিলনের দাবি, ওই ব্যবসায়ীরাই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তার ভাইকে হত্যা করেছে। তাদের আটক করা হলে আসল ঘটনা বের হয়ে আসবে।
তারা আরও জানান, ঘটনার সময় মালামাল কিনে তা গাড়িতে নেওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। এসময় আফ্রিকান দুই সন্ত্রাসী এসে বন্দুক দিয়ে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান স্বজনরা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি