ত্রৈমাসিক বটতলা বাংলা সাহিত্যেকে সমৃদ্ধ করুক : ফারুক আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ২:৩১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জৈন্তা সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের প্রথম প্রকাশনা “ত্রৈমাসিক বটতলা ” বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জৈন্তাপুরের জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ।

৩১জুলাই জৈন্তাপুর প্রেসক্লাবে জৈন্তা সাহিত্য -সাংস্কৃতিক পরিষদের প্রথম প্রকাশনা ত্রৈমাসিক বটতলার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসিল্যান্ড এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জৈন্তাপুরের প্রথম সাহিত্য পত্রিকা “ত্রৈমাসিক বটতলা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ।
পরিষদের উপদেষ্টা ফারুক আহমদ আজাদের সভাপতিত্বে সোহেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বটতলা সম্পাদক ও জৈন্তা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি শাহীদুল মুরছালীন।অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন পরিষদ ও বটতলা উপদেষ্টা আবু সুফিয়ান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল,সাংবাদিক আব্দুল হালিম সহ পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি