তৃতীয় পর্বের মুক্তিযোদ্ধা তালিকায় সিলেটের ২৭৫ জন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৭ জুন ২০২১, ১০:২৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকার তৃতীয় পর্ব প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে সিলেট বিভাগের ২৭৫ জনসহ ৮ বিভাগের ৩৮৮ উপজেলার ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম ঠাঁই পেয়েছে।

সিলেট বিভাগ ছাড়াও প্রকাশিত তালিকায়- ঢাকা বিভাগের ৩ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন, খুলনা বিভাগের ২ হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৩৭ জন এবং রংপুর বিভাগের ৭৬৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম এসেছে।

এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্বের তালিকায় ছিল সিলেট বিভাগের ১০ হাজার ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম। এছাড়া দ্বিতীয় পর্বের তালিকায় ছিলেন সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি