তীরে ঝুলেছিলো লাশ

বিয়ানীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিয়ানীবাজারে বসতঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নজরুল ইসলাম নিজবাড়িতে নিসঙ্গ জীবনযাপন করছেন। তার স্ত্রী তিন মেয়ে সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বসবাস করেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন নিসঙ্গ বাস এবং স্ত্রী ও সন্তানদের সাথে যোগাযোগ না থাকায় হতাশায় নজরুল ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এলাকাবাসীর সহায়তায় খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি