তাহিরপুর হাসপাতালে চিকিৎসা সহায়তা পালস অক্সিমিটার প্রদান

তাহিরপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

কোভিড-১৯ মহামারিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তিকৃত করোনা রোগীসহ অন্য যেকোন জটিল রোগীর পালস মাপার জন্য চিকিৎসা সহায়তা হিসেবে ১০টি পালস অক্সিমিটার দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’ র উদ্যোগে উপজেলা পরিষদের পক্ষ হতে ১০টি পালস অক্সিমিটার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ ইকবাল হোসেনের হাতে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,
উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,ডাঃ ইকবাল হোসেন।

উল্লেখ্য,পালস অক্সিমিটার করোনাসহ যেকোন জটিল রোগীর অক্সিজেন সেচুরেশনের অবস্থা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অক্সিমিটারে একজন রোগীর রিডিং যদি ৯০ এর নীচে আসে তাহলে তাকে দ্রুত অক্সিজেন সাপোর্ট নিতে হবে। বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতে হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগীদের মধ্যে কোন কোন রোগীর অক্সিজেন সাপোর্ট প্রয়োজন তা সহজেই ডাক্তারগণ শনাক্ত করতে পারবেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি