সব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি ও ১৬ই ডিসেম্ভর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভূমি সহকারী কমিশন ভূমি আলাউদ্দিন,উপজেলা আ,লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁ,উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি,উপজেলা আ,লীগের সহসভাপতি আলী মর্তুজা,যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোদ্দাছির আলম সুবল, এখলাছুর রহমান, আলমগীর খোকন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রৌজ আলী, মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডা সভাপতি ও উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, সদস্য সেলিম আখঞ্জি, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক রোকন গনি তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম,সদস্য আবুল কাশেম,রাজন চন্দ, উপজেলা কৃষকলীগের আহবায়ক জিল্লুর রহমান,সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসার, উপজেলা মৎস্য জীবিলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউলজ্জামান ইমন,সাধরন সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ১৫টি কমিটি গঠন করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি