তাহিরপুরে যুবদলের প্রতিনিধি সম্মেলন

তাহিরপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তৃণমূলকে সু-সংগঠিত করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট)দুপুরে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা মূলক বক্তব্যের পাশাপাশি দলকে সু সংগঠিত করতে উপজেলার ৭টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত নেতৃবৃন্দের সামনে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন।

সভায় জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর মোঃ শওকতের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোঃ শহীদ উল্লাহ তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনসার উদ্দিন,সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদসহ উপজেলার ৭টি ইউনিয়নের তৃনমূলের যুবদলের নেতা কর্মীগন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি