তাহিরপুরে বন্যার্তদের পাশে জেলা প্রশাসক আহাদ

তাহিরপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সুনামগঞ্জের তাহিরপুর বন্যা পরিস্থিতি এবং আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে রান্না করা খাবার বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ।

সোমবার (১৩ জুলাই) উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি এবং আশ্রয় কেন্দ্র পরিদর্শন এবং শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় দুইশতাধিক পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, জেলা প্রশাসক কায্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খসরুল আলম, রজব মাহমুদ সহ অন্যান্যরা।
এছাড়াও জেলা প্রশাসক আব্দুল আহাদ জেলার বিভিন্ন উপজেলায় ক্ষতি গ্রস্ত এলাকা ও আশ্রয় কেন্দ্র ত্রান ও খাবার বিতরণ করেছেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি